পরবর্তী সাহায্য, লেখকের সাথে যোগাযোগ

যোগাযোগের মাধ্যম

এটা ঠিক যে আমি প্রচুর পার্সোনাল মেসেজ পেয়েছি যেগুলোর উত্তর দিতে হিমশিম খেতে হয়েছে মাঝে মধ্যে। যোগাযোগের সবচেয়ে 'ইফেক্টিভ' মাধ্যম হচ্ছে আমাদের মেশিন লার্নিং সাইট, ইউটিউব আর ফেইসবুক চ্যানেল। পার্সোনাল মেসেজ পাঠানো থেকে পেজে প্রশ্ন করার উপকারিতা অনেক।

১. নিজের ব্যস্ততার জন্য প্রশ্নের উত্তর না দিতে পারলেও কেউ না কেউ সেই উত্তর দিয়ে দেবে এই চ্যানেলগুলোতে। এটা কোলাবোরেশনের যুগ।

২. আপনার প্রশ্নের উত্তরগুলো থেকে যাচ্ছে ওই পেজে। অনেকে প্রশ্ন করতে চান না ভয়ে, তারাও পেয়ে যাচ্ছেন উত্তর প্রশ্ন করার আগেই।

৩. পার্সোনাল মেসেজে একই প্রশ্নের উত্তর হাজারো বার দিলেও বাকিরা জানছেন না উত্তরটা। বেশিরভাগ সময়ে দেখা যায় যে ওই সংক্রান্ত উত্তর দেয়া আছে আগেই। খুঁজতে হবে একটু।

৪. এছাড়া থাকছে "ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েস্চেন" মানে বার বার করা প্রশ্নের উত্তরগুলো। এ নিয়ে ফেইসবুক পোস্ট bit.ly/ml-faq

৫. অনেকে ভাবেন কী না কী প্রশ্ন করবো আর অন্যেরা কি ভাববে? শিখতে এসে লজ্জা নিয়ে ভাবলে এগোনো কষ্টকর। এখনো ইন্টারনেট শুরুর দিকে আমার করা হাজারো প্রশ্ন ঘুরছে ইন্টারনেটে, বিভিন্ন নিউজগ্রূপে। ফ্লেমিং হয়েছে বার কয়েক, আমি তো হারাইনি কিছু। শিখেছি বরং।

মেশিন লার্নিং পেজ / চ্যানেল

মেশিন লার্নিং নিজস্ব সাইট ml.rhsn.xyz

ইঊটিঊব চ্যানেল bit.ly/ml-trng

ফেইসবুক পেজ www.facebook.com/mltraining

ফেইসবুক মেসেঞ্জার m.me/raqueeb

লিংকডইন: www.linkedin.com/in/raqueeb

Last updated