বাকি থাকে তিনটা। বেশ বিপদেই ছিলাম সেগুলো নিয়ে। তবে, শেষমেশ বেছে নিলাম এমন একটা ডাটাসেটকে যাকে চেনে পৃথিবীর সব ডাটা সায়েন্টিস্ট। সত্যি কথা বলতে, আমি খুব একটা পছন্দ করতাম না এই ডাটাসেটটাকে। প্রথম কথা, ডাটা সেটটা ১৯৩৬ সালের। দ্বিতীয় কথা, ডাটসেটটা একটা ফুলের বিভিন্ন প্রজাতি নিয়ে। আচ্ছা, ফুল টুল নিয়ে ভাবার সময় আছে কি এখন? তাছাড়া, আপনি বলুন - এই যুগে কে ওই মান্ধাতা আমলের ডাটা নিয়ে কাজ করবে? আপনি করবেন? এই যুগের সমস্যা নিয়ে কাজ করলে ভালো হতো না আখেরে?