পাইথনের একটা অসাধারণ লাইব্রেরি হচ্ছে পান্ডাজ, বিশেষ করে ডেটা ম্যানিপুলেশন আর অ্যানালাইসিসের জন্য। মনে আছে 'আর' এনভায়রনমেন্ট এর 'ডেটাফ্রেম' এর কথা। 'আর' যেহেতু স্ট্যাটিসটিক্সকে ঘিরে বানানো, সেকারণে তারা তৈরি করেছিলো ডেটাফ্রেম, কাজে গতি আনতে। এই ডেটাফ্রেমই পাল্টে দিয়েছে ডেটা ম্যানিপুলেশন আর অ্যানালাইসিসের পার্সপেক্টিভ। আচ্ছা, ডেটাফ্রেম কী?