ধরে নিচ্ছি, আমরা এক নম্বর ‘মানা করা’ কাজটাই করব। মেশিন লার্নিং শিখতে সবদিকেই চেষ্টা করবো। কোন মানা মানবো না। চলে যাই সাইকিট-লার্নে। এখন থেকে যে কাজগুলো করব সেগুলো আগের চ্যাপ্টারের দুটো জিনিসের জন্য প্রযোজ্য। পুরো ডাটাসেট অথবা ভাগ করে। এখন সাইকিট-লার্নের ‘এস্টিমেটর’ এপিআই নিয়ে একটু আলাপ করি। সাইকিট-লার্ন এর কনভেনশন অনুযায়ী মডেলকে "এস্টিমেটর" বলা হয়। এর এপিআইকে ডিজাইন করা হয়েছে নিচের কয়েকটা ধারণাকে মাথায় রেখে।