সমস্যা হচ্ছে - ১৫০টা ডাটা ট্রেনিং এর জন্য ব্যবহার করলে এই একই ডাটা ব্যবহার করতে পারব না আমাদের মডেলকে ‘ইভালুয়েট’ করার জন্য। আচ্ছা, আপনি বলুন, গতবারের প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে কখনো পরীক্ষা দিতে দেয়া হয়েছে কিনা? এটা হয়নি কারণ আমরা আগের বছরের প্রশ্নগুলো সলভ করেছিলাম আগে। মডেলের ভাষায় একে বলা হয় ‘ওভারফিটিং’। যেই ডাটাসেট দিয়ে মডেল তৈরি করা হয়, সেটা দিয়ে ‘এভালুয়েট’ করলে মডেল আগের ডাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখবে। আমি হলে তাই করতাম। ফলাফল, ১০০ তে ১০০। আমরা তো সেটা চাইবো না। আগের প্রশ্নের উত্তর সে যদি মনে রেখে উত্তর দেয় তাহলে তো সেই মডেলটা ‘জেনারেলাইজড’ হলো না। মডেলটা শুধুমাত্র এই ডাটার জন্য প্রযোজ্য। মানে এই মডেল সব ডাটার জন্য কাজ করবে না। আমাদেরকে এমন একটা মডেল তৈরি করতে হবে যা নতুন ডাটার জন্য (যে ডাটা আগে সে দেখেনি) কাজ করবে।