"মেশিন লার্নিং কী" চ্যাপ্টারে তিনটা কনসেপ্ট যদি বুঝতে পারেন ঠিকমতো - তাহলে বলব আপনার মেশিন লার্নিং শেখাটা পানির মতো সহজ হয়ে যাবে সামনে। আমার চাকরির ক্ষেত্রে প্রতিদিন দেখতে হয় অনেক সমস্যাকে। চেষ্টা করি ডাটা দিয়ে সমস্যার দিতে। আমাদের দেশে অধিকাংশ কাজ হয় ‘ধারণা’ দিয়ে। প্রচুর সিদ্ধান্ত ভুল হয় একারণে। ডাটা দিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সেই প্রশ্নের ডোমেইনের অনেক জিনিস জানতে হয় আগেভাগে। সেখানে মেশিন লার্নিং দিয়ে সমস্যাটার সমাধান করতে গেলে, অনেক ধারণা নিতে হয় জিনিসটা নিয়ে। ব্যাপারগুলো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বোঝার জন্য প্রচুর বই পড়তে হয় আমাদের কাজের পাশাপাশি।