২. ধরুন, আপনি একজন মোবাইল অপারেটরে কাজ করছেন। বিলিং এর জন্য আপনার কাছে বেশকিছু ডাটা আছে সাবস্ক্রাইবারদের সম্পর্কে। মানে, উনি কি ধরনের প্যাকেজ ব্যবহার করছেন, দিনে কত কথা বলছেন, গড় কত মিনিট করে কথা বলছেন, কখন কখন আপনার সিম খুলে ফেলছেন, ডাটা ব্যবহার কি বাড়াচ্ছেন না কমাচ্ছেন, ইত্যাদি ধরণের বেসিক ডাটা। এছাড়াও উনার মাসিক খরচ, উনি কতদিন ধরে আপনার কোম্পানির সাথে আছেন, গত তিন মাস ধরে গড়ে কত মিনিট করে কথা বলছেন, কতটুকু করে ডাটা ব্যবহার হচ্ছে, বাড়তি ডাটা পরের মাসে রোলওভার হচ্ছে কিনা, তার হ্যান্ডসেটের মডেল, তার দাম, ওই হ্যান্ডসেটটা কতদিন ধরে ব্যবহার করছেন, পোস্টপেইড না প্রিপেইড ইত্যাদি ইত্যাদি ডাটা আছে আপনার কাছে।